রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | ১৭ মিনিট, ২৫ কোটি, ছয় জন দুষ্কৃতী! খদ্দের সেজে দোকানে ঢুকে দুঃসাহসিক ডাকাতি বিহারে, এনকাউন্টারে আহত দুই

AD | ১১ মার্চ ২০২৫ ১৯ : ২৮Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: দিনেদুপুরে দুঃসাহসিক ডাকাতি বিহারে। রাজ্যের আরাহ-তে একটি নামী সংস্থার স্বর্ণবিপনিতে সোমবার সকালে হামলা চালায় ছয় জনের একটি দুষ্কৃতী দল। দোকানটি থেকে প্রায় ২৫ কোটি টাকার সোনায় গয়না লুট করা হয়েছে। পুলিশ জানিয়েছে, খদ্দের সেজে দোকানে ঢুকেছিল দুষ্কৃতীরা। এই ঘটনার পর রাজ্যে অরাজকতা নিয়ে নীতিশ কুমারের সরকারকে আক্রমণ করেছে বিরোধীরা। পুলিশ জানিয়েছে, দু'জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। লুট করা গয়নায় ৭০ শতাংশ উদ্ধার করা হয়েছে।

দোকানের একজন রক্ষী সংবাদসংস্থা আইএএনএস-কে জানিয়েছেন, আরাহ-র গোপালচকের দোকানটি সকাল ১০টা নাগাদ খোলে। দোকান খোলার কিছু পড়েই ছয় জন ব্যক্তি একটি গাড়িতে করে এসে দোকানে ঢোকার চেষ্টা করেন। দোকানের নিয়ম অনুযায়ী একসঙ্গে চার জনের বেশী ঢোকার অনুমতি নেই। সেই মতো দু'জন করে দোকানে ঢোকার অনুমতি দেওয়া হয়। ধীরে ধীরে ছয় জন দোকানের ভিতরে ঢুকে একজন দুষ্কৃতী তাঁর হাত থেকে বন্দুকটি কেড়ে নিয়ে মাথায় তাক করেন। দোকানের এক কর্মী জানিয়েছেন দুষ্কৃতীরা বন্দুকের ভয় দেখিয়ে সকল কর্মীকে এক জায়গায় জড়ো করেন। এর মাঝে কেউ পুলিশকে ফোন করে দেন। কিন্তু পুলিশ আসার আগেই সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। মাত্র ১৭ মিনিটে দোকান থেকে ২৫ কোটি টাকার গয়না এবং নগদ টাকা নিয়ে বাইকে চড়ে উধাও হয়ে যায় দুষ্কৃতীর দল।

ভোজপুর পুলিশ জানিয়েছে, ডাকাতির পরে তদন্ত শুরু করে পুলিশ। দোকান এবং এলাকার সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়। সোমবার রাতে সন্দেহভাজন ছয় জনকে তিনটি বাইকে করে যেতে দেখে পুলিশে দাঁড়াতে বলে। কিন্তু সেই সময় দুষ্কৃতীরা পালাতে শুরু করে। পাল্টা তাড়া করে পুলিশও। সেই সময় দুই পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। পুলিশের গুলিতে দুই দুষ্কৃতী জখম হয়। দু'জনকেই গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে দু'টি বন্দুক, ১০ রাউন্ড বুলেট, লুট করা গয়নার ব্যাগ এবং একটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে।

দিনেদুপুরে ডাকাতির ঘটনায় রাজ্যের আইন ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব বলেছেন, ''মুখ্যমন্ত্রী 'অচেতন'। নাগরিকদের নিজেদের এবং তাঁদের পরিবারের যত্ন নেওয়া উচিত। প্রশাসনের কাছ থেকে কিছু আশা করা উচিত নয়।'' তেজস্বী আরও জানিয়েছেন, থানার এবং পুলিশ সুপারের বাসভবনের কাছেই এই ডাকাতির ঘটনাটি ঘটেছে।


RobberyBiharGoldNitish KumarTejashwi Yadav

নানান খবর

নানান খবর

মাঝহাইওয়েতে আজব কাণ্ড ঘটালেন মহিলা, রইল ভিডিও 

খুনে অভিযুক্ত চার বছর ধরে ফেরার, ৬০০ কিলোমিটার ধাওয়া করে ধরল পুলিশ!

বৃদ্ধকে টেনে-হিঁচড়ে মেঝেতে ফেলে মারধর চিকিৎসকরে! শিউরে ওঠা ভিডিও মধ্যপ্রদেশের হাসপাতলের

হন্যে হয়ে খুঁজছেন স্বামী, এদিকে আত্মীয়রা দেখছেন নিখোঁজ স্ত্রী তাজমহলে প্রেমিকের হাত ধরে ঘুরছেন!

চরম নিষ্ঠুরতা, ষাঁড়কে ট্রাক্টরের সঙ্গে বেঁধে টানা-হেঁচড়া, ছটফটিয়ে মৃত্যু অবলার

ঋষিকেশ মর্মান্তিক দুর্ঘটনা ! ভিডিও দেখলে চমকে উঠবেন আপনিও

বিয়ের দু'দিন আগে ভেন্টিলেশনে পাত্র, পাত্রীর কীর্তি শুনে চোখ কপালে পুলিশের

ডিনার খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩ সন্তান, 'পথের কাঁটা'দের সরাতে শিক্ষিকার কীর্তিতে শিউরে উঠল পুলিশ

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘‌সংবিধান বাঁচাও’‌ র‌্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব

সোশ্যাল মিডিয়া